সাম্প্রতিক সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলি
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩
১১ টি বিভাগে মোট ১৬ জন এ পুরুস্কার লাভ করেন ।
- কবিতা: শামীম আজাদ;
- কথাসাহিত্যঃ নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী; প্রবন্ধ/গবেষণা: জুলফিকার মতিন;
- মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ;
- বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান;
- বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান: ইনাম আল হক; আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী: ইসহাক খান; ফোকলোর: তপন বাগচী ও সুমনকুমার দাস ।
স্মার্ট মিউটেশন
- দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন' চালু করবে ভূমি মন্ত্রণালয় ।
- ৩০ ডিসেম্বর ২০২৩ রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন' ডেমো সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়।
জাতিসংঘের তিন সংস্থার বোর্ড
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে 2028 সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং জাতিসংঘ উন্নয়ন প্রকল্প সেবাগুলোর কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন।
উফশী ধান উদ্ভাবন
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) বিজ্ঞানীরা প্রোটিনসমৃদ্ধ, উচ্চফলনশীল নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেন।
- দুটি জাতের নাম 'ব্রি ধান ১০৭' ও 'ব্রি ধান ১০৮” ।
নতুন মুদ্রানীতি ঘোষণা
- ১৭ই জানুয়ারি ২০২৪ বাংলাদেশ ব্যাংক (জানুয়ারি-জুন 2028 ) মুদ্রানীতি ঘোষণা করে।
- আগামী জুন মাসের মধ্যে এ মুদ্রানীতিতে ৬% জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫% এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।
- সরকারি- বেসরকারি ব্যাংকগুলোকে সুদ হার ৯% থেকে বাড়িয়ে ১২% দিতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৩ টি আসন লাভ করে।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৪।
- শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন হয় ১১ জানুয়ারি ২০২৪।
- ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯৪ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেন এবং ২০ জন বিজয়ী হন।
- জাতীয় সংসদের বর্তমান চিফ হুইপ- নূর-ই-আলম চৌধুরী লিটন ।
- বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবের হোসেন চৌধুরি।