নিয়ে নিন IDM (Internet Download Manager) প্রিমিয়াম লাইসেন্স কী

 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন ।। তো আজ আপনাদের মাঝে আমি শেয়ার করতি যাচ্ছি IDM (Internet Download Manager) এর প্রিমিয়াম লাইসেন্স কী ? কোনো প্রকার মুড , হ্যাক ছাড়াই  ব্যাবহার করতে পারবেন । আশা করি যারা Windows / PC ব্যাবহার করেন তারা প্রায় সবাই এর সাথে পরিচিত আছেন , তাই এটা কি , কি কাজে ব্যাবহার করতে হয় সেটার বিস্তারিত বর্ণনা দেওয়ার প্রয়োজন মনে করলাম না ।

নিচের ধাপ গুলো অনুসরণ করুন –

  • প্রথমে যাদের আগে IDM ইন্সটল করা আছে , সেটা আন্সটল করে দিন ।
  • তারপর নিচের দেওয়া লিংকে যেয়ে নতুন করে IDM ডাউনলোড করে নিন এবং স্ক্রিনশট অনুযায়ী ইন্সটল করুন।

                                            Download Now

  • স্ক্রিনশট গুলো অনুসরণ করুন ।

 

Next 

Next

 

Next

Next

Finish

এরপর Internet Download Manager ওপেন করুন এবং Registration এ ক্লিক করুন।

এখন আবার Registration এ ক্লিক করুন ।

এরপর প্রথমে আপনার First Name দিন , তারপর Last Name দিন , তারপর আপনার Email দিন । লাস্ট এ নিচ থেকে যেকোনো একটা Serial Number কপি করে পেস্ট করুন এবং Ok দিন ।

Serial Number

  • 629U7-XLT5H-6SCGJ-2CENZ
  • I23LZ-H5C2I-QYWRT-RZ2BO
  • XONF7-PMUOL-HU7P4-D1QQX
  • Y5LUM-NFE0Q-GJR2L-5B86I
  • 4BTJF-DYNIL-LD8CN-MM8X5
  • XAGZU-SJ0FO-BDLTK-B3C3V

ব্যাচ কাজ শেষ ।

আশা করি সবাই বুঝতে পারছেন । বুঝতে না পারলে নিচের Comment বক্সে আপনার মতামত জানান ।

তো সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ।

আল্লাহ হাফেজ ।

 

Post a Comment

Previous Post Next Post