বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় আসা ইসলামিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

 


ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর

১) পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি

উত্তর: পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা আল কাউসার। 

২) পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?

উত্তর: পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার ২৮২ নং আয়াত।

৩) সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে? 

উত্তর: শুক্রবার কে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়।

৪) ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? 

উত্তর: ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল (রা:)

৫) দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?

উত্তর: দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা দশ জন।

৬) পবিত্র কোরআনুল কারীমে কতটি সূরা রয়েছে। 

উত্তর: ১১৪ টি।

৭) নামাজের পূর্বে আযান ও জামায়াতে নামাজ পড়ার প্রথা চালু হয় কত হিজরীত? 

উত্তর: ১ম হিজরিতে।

৮) মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে কয়টি প্রশ্ন করা হবে এবং কি কি?

উত্তর : ৩টি: ১. তোমার রব কে? ২. তোমার নবী কে? ৩. তোমার দ্বীন কি?

৯) জান্নাতী নারীদের সর্দার কে হবেন?

উত্তর: হযরত মা ফাতেমা (রাঃ)। 

১০) জান্নাতে কারের সংখ্যা বেশি হবে?

উত্তর: দরিদ্র ব্যক্তিদের।

১১) জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? 

উত্তর: নারীদের

১২) কোন দুই মুসলিম বাদশাহ পৃথিবী শাসন করেছেন?

উত্তর: হযরত সুলায়মান (আঃ) ও যুলকারনাইন।

১৩) OIC সদর দপ্তর কোথায়?

উত্তর সৌদি আরবের জেদ্দায়।

১৪) বর্তমান হিজরী সন কতো?

উত্তর: ১৪৪৫ হিজরি

১৫) কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?

উত্তর : হযরত ওমর বিন খাত্তাব (রাঃ)।

১৬) ঈমানের শাখা কতটি?

উত্তর: ৭৭ টি।

১৭) ওজুর ফরয কয়টি ও কি কি?

উত্তর : ৪টি। ১. সমস্ত মুখমণ্ডল ধৌত করা, ২. উভয় হাত কুনুইসহ ধৌত করা, ৩. মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা, ৪. উভয় পা টাখনুসহ ধৌত করা।

১৮) কোন নামাজের মধ্যে সিজদাহ নেই!

উত্তর: জানাযার নামাযের মধ্যে।

১৯) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতা মাতার নাম কি?

উত্তর : আবদুল্লাহ

২০) রাসূল (সা:) কোন বাহনে করে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় গিয়েছিলেন?

উত্তর : বোরাক

২১) উম্মুল কুরআন বলা হয় কোন সূরা কে?

উত্তর : সূরা ফাতেহা কে।

২২) আল্লাহর ফেরেশতা কিসের তৈরী?

উত্তর : নুরের তৈরি

২৩) আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত?

উত্তর : জান্নাতুল ফেরদৌস

২৪) জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি?

উত্তর : আল্লাহর দিদার লাভ।

১৫) প্রসিদ্ধ অসমানী কিতাব কতখানা ও কি কি?

উত্তর : ৪টি: তাওরাত, যাবুর, ইঞ্জিল, কুরআন।

(২৬) কুরআনুল কারীমের সবচেয় ফজিলতপূর্ণ আয়াত কোনটি?

উত্তর: আয়াতুল কুরসী।

২৭) সাবা আল মোয়াল্লাকাত কী?

উত্তর: কাবার দেয়ালে ঝুলন্ত সাতটি কাব্য।

২৮) রুহুল কুদ্দুস বলা হয় কোন ফেরেশতাকে?

উত্তর: হযরত জিব্রাইল (আঃ)। 

২৯) দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?

উত্তর : মক্কা ও মদিনায়।

৩০) ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?

উত্তর: মুসলমানদের।

৩১) কুরআনুল কারীমে মোট কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে?

উত্তর : ২৫ জন।

৩২) রমজানুল মোবারকের রোজা কত হিজরী থেকে ফরয হয়েছে?

উত্তর : ২য় হিজরীতে।

৩৩) বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন?

উত্তর : ১৪ জন।

৩৪) রাসূল (দঃ) এর কোন নামটি আরব সমাজে বেশি প্রসিদ্ধ ছিল?

উত্তর : আল-আমীন।

৩৫) গাউসিয়া কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রঃ)।

৩৬) গাউসিয়া কমিটি বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৮৬ সালে।

৩৭) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৪ সালে।

৩৮) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রঃ)।

৩৯) সৈয়্যদ মুহাম্মদ তৈয়ার শাহ (রা.) কত সালে দুনিয়া হতে পর্দা করেন?

উত্তর: ৭ জুন ১৯৯৩ সাল (৭৭ বছর বয়সে)

৪০) নামাজে সাহু সিজদা কখন দিতে হয়?

উত্তর: অনিচ্ছাকৃত বা ভুলবশত নামাযের ওয়াজিব ত্বরক/বাদ পড়ে গেলে।


বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় আসা ইসলামিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর, বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় আসা ইসলামিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর, বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় আসা ইসলামিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Post a Comment

Previous Post Next Post