SSC 2024 জীববিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

জীববিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ১. বায়োইনফরমেটিকস কী? উত্তর: বায়োইনফরমেটিকস হলো কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন- ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। ২. জীববিজ্ঞানের জনক কে? উত্তর: গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলো জীববিজ্ঞানের জনক। ৩. হিস্টোলজি কাকে বলে? উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় তাই হিস্টোলজি ৷ ৪. এন্ডোক্রাইনোলজি কী? উত্তর: ভৌত জীবজ্ঞানের যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে। ৫. কোন শাখায় জীবের হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়? উত্তর: ভৌত জীববিজ্ঞানের এন্ডোক্রাইনোলজি শাখায় জীবের হরমোনের কার্যকারীতা নিয়ে আলোচনা করা হয়। ৬. জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুটি কী কী? উত্তর: জীবের বৈজ্ঞানিক নামের অংশ দুটির মধ্যে প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। ৭. প্রত্নতত্ত্ববিদ্যা কী? উত্তর: প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানই হলো প্রত্নতত্ত্ববিদ্যা। ৮. ফলিত জীববিজ্ঞান কী? উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় তাই ফলিত জীববিজ্ঞান ৷ ৯. শ্রেণিবিন্যাসের লক্ষ্য কী? উত্তর: শ্রেণিবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। ১০. ট্যাক্সন কী? উত্তর: শ্রেণিবিন্যাসে ব্যবহৃত প্রতিটি ধাপ বা স্তরের জনগোষ্ঠী একেকটি ট্যাক্সন। ১১. ডায়াটম কী? উত্তর: ডায়াটম হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এককোষী শৈবাল। ১২. আ্যানাইসোগ্যামাস কী? উত্তর: যে যৌন জনন প্রক্রিয়ায় আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে সম্পন্ন হয় তাই আ্যানাইসোগ্যামাস। ১৩. ICZN এর পূর্ণরূপ কী? উত্তর: ICZN এর পূর্ণরূপ হলো International Code of Zoological Nomenclature. ১৪. দ্বিপদ নামকরণ কী? উত্তর: ICBN এর নীতিমালা অনুসারে কোনো গণ নামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ। ১৫. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লিখ। উত্তর: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো Copsychus saularis. ১৬. জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: জাতীয় ফুল হলো শাপলা শাপলার বৈজ্ঞানিক নাম Nymphaea nouchali. ১৭. শাপলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। উত্তর: শাপলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Nymphaea nouchali. ১৮. ICBN এর পূর্ণরূপ লিখ। উত্তর: ICBN এর পূর্ণরূপ হলো- International Code of Botanical Nomenclature. ১৯. শ্রেণিবিন্যাস কাকে বলে? উত্তর: পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে শ্রেণিবিন্যাস বলে। শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।

Post a Comment

Previous Post Next Post