নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম! পোস্টটা শুরুতে বলে নেই, এটি সকল মোবাইল ফোনে এবং সিমে কাজ নাও করতে পারে। আমি বেশ কয়েকটি মোবাইল ফোনে এটি চেষ্টা করেছি এবং সেখানে ভিপিএন ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে ফ্রি ফায়ার গেমটি খেলেছি।
বর্তমান সময়ে জনপ্রিয় ব্যাটেলিয়ান গেমের মধ্যে সেরা একটি মোবাইল অ্যাপ্লিকেশন হলো ফ্রি ফায়ার গেম। বাংলাদেশে থেকে বর্তমান সময়ে খেলতে গেলে একটি ভিপিএন প্রয়োজন হয়ে থাকে। অনেক ফোনে দেখা যায় vpn ছাড়াও খেলা যায়। যদি আপনার ফোনে এই সমস্যাটি থাকে তাহলে আপনি ছোট্ট একটি সেটিং চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এর পরবর্তী থেকে আপনার কোন খবর ভিপিএন প্রয়োজন হবে না।
কিভাবে ভিপিএন ছাড়া ফ্রী ফায়ার খেলব ?
আপনার ফোনে যে কোন সিম থাক না কেন! এই সেটিং চেষ্টা করে দেখতে পারেন আশা করি পরবর্তী সময় কোন প্রকার VPN প্রয়োজন হবে না। এবং যদি কাজ করে অবশ্যই একটি মতামত পোষ্টের কমেন্টে শেয়ার করে যাবেন।
তাহলে চলুন বিস্তারিত নিয়ম অনুসরণ করি!
সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে যান। এবং Network & internet এখানে যাবেন।
এরপর, যে সিমে আপনার ডাটা চলতেছে সেখানে ক্লিক করুন। আমার Airtel সিম থেকে চলতেছে।
এরপর, কিছুটা স্ক্রল করলে দেখতে পারবেন, Access points names নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করতে হবে।
এখন দেখতে পারবেন, প্রথম যে, বক্স রয়েছে Airtel Internet এখানে যেতে হবে। একবার টাচ করলেই হবে।
এখন আমাদের কে এখান থেকে ২টি অপশন বের করতে হবে!
- APN Protocol
- APN roaming protocol
এখানে, আমাদের কে দুটো অপশনে চাপ দিয়ে IPv6 সিলেক্ট করতে হবে।
এরপর, save করে দিবেন।
আমাদের কাজ শেষ! এখন গেমে ঢুকুন, আশাকরি আর ভিপিএন প্রয়োজন হবে না।
&
আশা করি বুঝতে পেরেছেন! আমার ছোট্ট একটি ওয়েবসাইট রয়েছে, Eservbn.com যেখানে আমি এনআইডি, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সম্পর্কে পোস্ট করি। সময় থাকলে ভিজিট করে আসতে পারেন।
পোস্টের বিষয়ে আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না, এবং ট্রিকসটি কাজে লাগলে জানাবেন ধন্যবাদ সবাইকে।