বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে যে নাম্বারগুলো জানা জরুরিঃ
৯৯৯ - বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহূর্তে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
১০৬ - দূর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
১৬৪৩০ - সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
১৬১২৩ - কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি,মৎস,প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
১০৯ - নারী নির্যাতন বা বাল্যবিয়ে হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
১০৯৮ - শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
৩৩৩ - জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে।
১৬২৬৩ - বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
১৬১০৮ - মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে।
১৬২৫৬ - আপনার ইউনিয়নের সকল তথ্য জানততে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে।
১৩১ - বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন।
১০৫ - জাতীয় পরিচয়পত তথ্য কল সেন্টার।
১০০ - বিটিআরসি কল সেন্টার।
১৬৪২০ - বিটিসিএল কল সেন্টার।
Bangladesh Armd Force- https://afd.gov.bd/
Bangladesh Army- +8801769-012238
Bangladesh Navy- +88 02 983 6141-9
Bangladesh Air Force - (+88-02) 55060000-10
Bangladesh police-
- 01320001300,01320001299
Fire service - 16163
RAB- টেলিফোন : ০২৫৫৬৬৯৯৯৯
মোবাইল নং:০১৭৭৭৭২০০২৯ফ্যাক্স : ০২-৪৮৯৬৩১৩৩
Bangladesh Cost guard - 01769441100
CID Bangladesh - 8801320-010148
Cyber Crime investigation Division CTTC, DMP- +8801320-046500
Bangladesh National Portal- https://bangladesh.gov.bd/index.php
এ ছাড়া আরও কিছু নম্বর আছে যেগুলো থেকে নানা সহায়তা পাওয়া যায়। যেমন: কৃষি কল সেন্টার (১৬১২৩), বিটিসিএল (১৬৪০২), দুর্যোগের আগাম বার্তা (১০৯৪১), প্রবাস বন্ধু কলসেন্টার (০৯৬৫৪৩৩৩৩৩৩), ঢাকা ওয়াসা (১৬১৬২)।
এ ছাড়া আরও কিছু নম্বর আছে যেগুলো থেকে নানা সহায়তা পাওয়া যায়। যেমন: কৃষি কল সেন্টার (১৬১২৩), বিটিসিএল (১৬৪০২), দুর্যোগের আগাম বার্তা (১০৯৪১), প্রবাস বন্ধু কলসেন্টার (০৯৬৫৪৩৩৩৩৩৩), ঢাকা ওয়াসা (১৬১৬২)।
Tags
Uncategorized